আজ জ্যোৎস্না রাতে | Aaj Jyotsna Raate Lyrics | Rabindra Sangeet | Six lyrics (Primary language)
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে
যাবো না যাব না যে যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে
যাবো না গো যাব না যে
রইনু পড়ে ঘরের মাঝে
এই নিরালায় এই নিরালায় রব আপন কোণে
যাব না এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে
আমার এ ঘর বহু যতন করে
ধুতে হবে মুছতে হবে মোরে
আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
যদি আমায় যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
আজ জ্যোৎস্না রাতে | Aaj Jyotsna Raate Lyrics | Rabindra Sangeet | Six lyrics in English
Aaj jyotsna raatey sobai geche bone
Aaj jyotsna raate sobai geche bone
Aaj bosonter ei mataal somirone
Aaj jyotsna raate sobai geche bone
Aaj jyotsna raate sobai geche bone
Aaj
Jabo na jabo na go jabo na aaji
Roynu pore ghorer majhe ei niralaai
Ei niralaai robo apon kone
Jabo na ei mataal somirone
Aaj jyotsna raate sobay geche bone
Aaj jyotsna raate sobay geche bone
Aaj
Amar e ghor bohu joton kore
Dhute hobe muchte hobe more
Amar ei je jagote hobe
Ki jaani se asbe kobe
Jodi amai jodi amai pore tahar mone
Bosonter ei matal samirane
Aaj jyotsna raate sobai geche bone
Aaj jyotsna raate sobay geche bone
Aaj